ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ রাউজানে রামকৃষ্ণ ঠাকুরের ১৩৪ তম আবির্ভাব উপলক্ষে তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ০৩:১৯ অপরাহ্ন
#

দক্ষিণ রাউজান গুজরা শ্রী শ্রী রামকৃষ্ণ স্বপ্নাদিষ্ট পরম  পুরুষ উত্তর গুজরা, রাউজানের  সুসন্তান তথ্য  বিশ্ব বন্দনীয় সাধক কলকাতাস্হ  দক্ষিণেশ্বর আদ্যাপীঠ  রামকৃষ্ণ গুরু শ্রী শ্রী ঠাকুরের ১৩৪ তম শুভ আবির্ভাব উপলক্ষে ১২,১৩ ও ১৪ ডিসেম্বর তিন দিনব্যাপী  ষোড়শ প্রহরব্যাপী  মহানাম যজ্ঞ সংকীর্তন  উদ্‌যাপন। আদ্যাপীঠ ট্রাস্টি দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও কাঞ্চন তালুকদার এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ সদস্য  আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরী। উৎসব কমিটির সভাপতি আশুতোষ চক্রর্বত্তী। সাধারণ সম্পাদক সজল কান্তি ধর।

সমাজ সেবক ফিরোজ আহমেদ, যুব দলের নেতা ফয়জুল ইসলাম চৌধুরী (টিপু) , পৌর বি এন পি নেতা জাগের হোসেন, পরিতোষ চক্রর্বত্তী,মতিলাল বিশ্বাস,  বিজয় বিশ্বাস (বিষু) , রনজিৎ চক্রর্বত্তী, বিজয় বিশ্বাস, অন্তু বিশ্বাস, রাকেশ সরকার,বিটু কান্তি দে,প্রিন্স চৌধুরী (শুভ) জনি চক্রর্বত্তী,তপন বিশ্বাস,সোহেল দত্ত রনজিত সরকার, মোঃ জানে আলম সিকদার,  আব্দুল মান্নান, জসিম উদ্দীন, আবু ফয়েজ, নাজিম উদ্দীন, আব্বাস উদ্দীন প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন  জাতীয়তাবাদী যুব  দলের অসংখ্য  নেতাকর্মী বৃন্দ। 

উক্ত মহতী ষোড়শ  প্রহরব্যাপী মহোৎসবে  বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার পূর্ণতা ভক্ত বৃন্দ সমবেত হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video