চট্টগ্রাম চন্দনাইশে বরমা ইউনিয়নে চর বরমা এলাকায় বালুর মহল নিয়ে মিথ্যা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব চর-বরমায় এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন চন্দনাইশ পৌরসভা এল ডি পির সভাপতি আলহাজ্ব এম.আইনুল কবির। এসময় তিনি বলেন,বরমা ইউনিয়নের এই বালু মহলটি সরকারি বিধি মোতাবেক উম্মুক্তভাবে ইজরা দেয়া হয়। কিন্তু কিছু কু-চক্র মহল নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে ক্ষতিপয় এল ডি পির নেতৃবৃন্দের বিরুদ্ধে মনগড়া,মিথ্যা,ভিত্তিহীন মানববন্ধন ও বিক্ষোভ করে ভূয়া সংবাদ প্রকাশ করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা সংবাদ সম্মেলনের আয়োজন করি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,চন্দনাইশ উপজেলা এল ডি পির সাধারণ সম্পাদক আকতারুল আলম, পৌরসভা এল ডি পির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন,বরমা ইউনিয়ন এল ডি পির সভাপতি মোছলেম খান, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনিছুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন প্রমুখ।
মন্তব্য করুন