ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালের টয়লেটে নবজাতক!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ০২, ০১:৪৯ অপরাহ্ন
#

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ওই সদ্যজাত সন্তানের বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ছয়টার দিকে হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি) ইউনিটের টয়লেট থেকে ওই নবজাতক ছেলে সন্তানকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রায়হান চৌধুরী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ছয়টার দিকে ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের এক নার্স টয়লেটে গিয়ে ওই নবজাতককে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসেন। পরে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তাকে এনআইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে।  

সিসিটিভি ফুটেজ দেখে নবজাতকের মা-বাবার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওই চিকিৎসক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video