ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে হারলা মুসলিম ইয়ং সোসাইটির ১ লক্ষ ১৯ হাজার টাকার আর্থিক অনুদান

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ২৩, ০৭:০৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের চন্দনাইশে বহুল আলোচিত সামাজিক সংগঠন হারলা মুসলিম ইয়ং সোসাইটির পক্ষ থেকে গরীব ও অসহায় পরিবারের মেয়ের বিয়ে এবং ক্যান্সার রুগীর চিকিৎসার জন্য ১ লক্ষ ১৯ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সংগঠনের নয়াহাটস্থ স্থায়ী কার্যালয়ে এই অনুদান প্রদান করা হয়।

সংগঠনের আহবায়ক শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম, আবদুল হান্নান, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ নূর হোসেন, মোঃ ছোটন, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনপ্রিয় সামাজিক সংগঠন হারলা মুসলিম ইয়ং সোসাইটি অতীতের মত অসহায় মানুষের পাশে থেকে সংগঠন ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video