ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে স্বজনপ্রীতির অভিযোগে মাদ্রাসার সুপার নিয়োগ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ৩১, ০১:২২ অপরাহ্ন
#

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে স্বজনপ্রীতির অভিযোগে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ৩০ ডিসেম্বর (সোমবার) সকালে মাদ্রাসার সামনে পাঠানদণ্ডী পূর্ব পাঠানদণ্ডীর এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কামাল উদ্দিন, হেলাল মেম্বার, শাহাব মিয়া মেম্বার, অভিভাবক সদস্য ডা. ফজল করিম, নুরুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য সোলাইমান, মোহাম্মদ জয়নাল, সিহাব সাকিবসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, নিয়োগ বোর্ডের যোগসাজশে নামমাত্র পরীক্ষা গ্রহণ করে সুপার পদে একজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। সভাপতির পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়। স্বনামধন্য এই মাদ্রাসায় এমন একটি নিয়োগে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, অবিলম্বে এই নিয়োগ বাতিল করে নতুন সুপার নিয়োগ দেওয়া না হলে তারা তাদের সন্তানদের মাদ্রাসা থেকে সরিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদ্রাসার সুষ্ঠু পরিচালনার জন্য নীতিমালা অনুসরণ করে অধ্যক্ষ নিয়োগের জন্য শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে, এ বিষয়ে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কমরউদ্দিন সবুর বলেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এখানে কারও ব্যক্তিগত হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video