ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ২৬, ০৩:৪৫ অপরাহ্ন
#

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ রওশনহাট এলাকায় বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। তার নাম মো. নোমান (২৫)। আজ শনিবার রাত ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোমান ও হেলাল উদ্দীন নামের ওই যুবক বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে হাশিমপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রওশনহাট এলাকায় পৌঁছালে সামনে থাকা বালু ভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে নোমান ঘটনাস্থলে নিহত হয়।

এ সময় তার মাথার মগজ বের হয়ে যায়। অপর আরোহী হেলাল উদ্দীনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video