ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে খোলা বাজারে চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ০১:৪৯ অপরাহ্ন
#

চন্দনাইশে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত খোলা বাজারে চাল/আটা বিক্রয় কার্যক্রম (ওএমএসএস)-এর উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি সকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, দোহাজারী খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, মিঠুন চৌধুরী, ডিলার ছালেহ আহমদ কোম্পানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, সাধারণ মানুষ যাতে সহনীয় মূল্যে চাল কিনে দুমুঠো খাবারের নিশ্চয়তা পায়, সে লক্ষ্যেই এই ওএমএসএস কার্যক্রম। জনপ্রতি ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে, যার প্রতি কেজির মূল্য ৩০ টাকা। চন্দনাইশ পৌরসভায় ১ মেট্রিক টন চাল ২০০ জনকে ৫ কেজি করে বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video