ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)‘র মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ১০, ১২:৪০ অপরাহ্ন
#

চট্টগ্রামে গণমাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ ও মেধাবী পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (৯ অক্টোবর) সন্ধ্যায় সিআরএ কার্যালয়ে সংগঠনের সভাপতি দৈনিক দেশ বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক
আল মামুন।

সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি
রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, মো: রাশেদ, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন,প্রচার সম্পাদক এম আর মিলন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসাইন, আপ্যায়ন সম্পাদক আবুল হাসানাত মিনহাজ , সহ-অর্থ সম্পাদক এবাদুল হক, সদস্যরিদুয়ান,
আমিনুল হক শাহীন, ফজলুল করিম
নাহিদ,শাকিল,ফয়সাল হাসান, প্রনয় দাশ গুপ্ত,সাফায়েত মোরশেদ,সাঈদুল রহমান সাকিব, এরফাতুর রহমান,মাসুদ পারভেজ, আলাউদ্দিন,তাসফিয়া আজিজা তুবা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় সিআরএ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: বেলাল উদ্দিন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিনহাজ কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।সে সাথে  জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের উদ্দেশ্যে যারা জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি মাঠে কাজ করেছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video