ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৮ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ২৩, ১২:৪৭ অপরাহ্ন
#

রাঙ্গুনিয়া উপজেলার ১৫নং লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল হক হারুন, প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেয়ারুল ইসলাম পিরু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক মিয়া, হাসান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান, আবু তাহের, পোমরা ইউনিয়নের আহ্বায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব মুহাম্মদ রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জসিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন, সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলমগীর, ইয়াকুব, ইউনিয়নের সদস্য সচিব আরিফুল ইসলাম রুবেল, ১নং রাজানগর ইউনিয়নের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, লালানগর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ এরফান, সুমন, সিরাজ, তারেক, ফারুক, সালাউদ্দিন আরজু, বেলাল, মামুন, ছাত্রদলের সভাপতি সাইফু, সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video