ঢাকা , শুক্রবার, ২০২৫ আগস্ট ২৯, ১৩ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ এপ্রিল ০৯, ০৩:৫৭ অপরাহ্ন
#

চট্টগ্রামে কন্টেইনারবাহী লরিচাপায় রিকশা আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর ইপিজেডের বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু সালেহ (৩৮) ও তার ছেলে আবদুল মোমিন (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর পতেঙ্গা এলাকা থেকে লরিটি ইপিজেডের দিকে আসছিল। এ সময় লরিটি বন্দরটিলা এলাকায় পৌঁছে রিকশায় থাকা বাবা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইপিজেড থানার এসআই আবু সাঈদ বলেন, সকালে কাভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video