ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মীর ছাহারা মঞ্জিলে মহাসমারোহে ওরশ শরীফ উদযাপিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৮, ০৬:২৩ অপরাহ্ন
#

বড় শাহজাদা ও বর্তমান পীর সাহেব, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী'র সভাপতিত্বে ও শাহজাদা সৈয়দ আবু ছাদেক মুনিরীর পরিচালনায়, ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাদ এশা, মাজার শরীফ গোসল, গিলাফ ছড়ানো, ফুল দেয়া, মোশায়েরা মাহফিল, মিলাদ, যিকির দোয়া মুনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে ওরশ কার্যক্রম শুরু হয়।

১৬ই ফেব্রুয়ারি রবিবার, হাদিয়া জবেহ, মিলাদ কিয়াম, যিকির আজকার, ওয়াজ মাহফিল, দেশ ও জাতীর সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় আখেরী মুনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে ওরশ শরীফ সমাপ্ত হয়।

ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাও. মুসলেহ উদ্দিন আহমদ, অধ্যক্ষ মাও. হারুনুর রশিদ, মাও. আব্দুস শাকুর আনচারী, অধ্যক্ষ মাও. ফখরুদ্দিন কাদের চৌধুরী, প্রফেসর আব্দুর রহিম মুনিরী, দরবারের বড় শাহজাদা এসএম আবু শোয়াইব মুনিরী, আলহাজ্ব তাসলিম উদ্দিন চৌধুরী, আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব সালাউদ্দিন চৌধুরী, হাজ্বী মোহাম্মদ মহিউদ্দিন, এসএম আবু নাছের মুনিরী, আলহাজ্ব সৈয়দ ইলিয়াস, মাও. সৈয়দ জাহাঙ্গীর মুনিরী, সৈয়দ আইনানুল হক মুনিরী, মাও. কুতুব উদ্দিন মুনিরী, মাও. নুরুল আলম মুনিরীসহ অসংখ্য ভক্তবৃন্দ, জায়েরিন, বিশিষ্টজন, সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

ওরশ শরীফে প্রায় ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হয়ে মীর ছাহারা মঞ্জিলে মহাসমারোহে ওরশ শরীফ উদযাপিত হয়েছে।

বর্তমান পীর সাহেব হুজুর সকলের শুকরিয়া আদায় করেছেন এবং দেশ জাতীর কল্যাণে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশ শরীফের সকল কার্যক্রম সমাপ্তি হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video