ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহে সংকট, ৩৬ ঘণ্টা পরও মেরামত হয়নি

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৮, ০৬:৩২ অপরাহ্ন
#

অপরিকল্পিত পাইলিংয়ের ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ওয়াসার ট্রান্সমিশন পাইপ, পানি সাপ্লাই বন্ধ, পানি বঞ্চিত চট্টগ্রাম মহানগরীর ২৫ লাখ মানুষ।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, নগরীর অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের নিকট ড্রেনের উপর নির্মাণাধীন কালভার্টের পাইলিং মেশিনের আঘাতে চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়া কর্ণফুলি পানি শোধনাগার ফেইস ওয়ান প্রকল্পের ১২শ এমএম টান্সমিশন পাইপ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও পাইপলাইনটি মেরামত করা সম্ভব হয়নি। ফলে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ২৫ লাখ মানুষ ব্যবহার্য বিশুদ্ধ পানির অভাবে দৈনন্দিন কাজে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরে নির্মাণাধীন ড্রেনের ওপর কালভার্ট নির্মাণের লক্ষ্যেই এ পাইলিং কাজ চলছিল। চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার পেইস ওয়ান থেকে এ কালভার্টের পাইলিংয়ের সেইভ জোন চিহ্নিত করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নকশা প্রদান করা হয়েছিল। ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের তত্ত্বাবধানে সিইজিআইএস ঠিকাদারি প্রতিষ্ঠান এ কালভার্ট নির্মাণ করছিল।

উল্লেখ্য, চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প ফেইস ওয়ানের সঞ্চালিত পাইপলাইন দিয়ে দৈনিক ১৪ কোটি লিটার পানি নগরীতে সরবরাহ হয়ে থাকে।

এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী সাকসুদ আলম জানান, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের ফেইস ওয়ানের ট্রান্সমিশন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে। ৪৮ ইঞ্চির ডায়া পাইপলাইন পাইলিং মেশিনের আঘাতে নষ্ট হয়ে যায়। ১৯ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video