ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৬, ১২:১২ অপরাহ্ন
#

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেছেন, স্বৈরাচারী সরকার ৪ জানুয়ারি জামায়াত শিবির ও জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল, ৫ আগস্টের পর তত্ত্বাবধায়ক সরকার তাদের ডেকে নিয়ে প্রথমে আলিঙ্গন করেছে। দেশের সবচেয়ে নির্যাতিত দল জামায়াত ইসলাম। আমাদের ১১ জন নেতাকে মিথ্যাভাবে ফাঁসি দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, ৩৫০ জনকে হত্যা করা হয়েছে। দেশের ৪৮ শতাংশ মহিলা ভোটার, তাদের নির্বাচনে সম্পৃক্ত করতে ঘরে ঘরে যেতে হবে। জামায়াত ইসলামকে হিন্দু, বৌদ্ধ ও দেশের সাধারণ মানুষ ভোট দিতে চায়। জামায়াত ইসলাম আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। স্বৈরাচারী সরকার এ দেশ নিয়ে অনেক খেলেছে, আর খেলতে দেওয়া যাবে না। ১৮ কোটি মানুষ এখন ঐক্যবদ্ধ ভারতের ষড়যন্ত্র রুখে দিতে। পরিবারতন্ত্র ভাঙতে হবে, দিনের ভোট দিনে নেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারকে সংস্কারের সময় দিতে হবে।

গতকাল ১৫ ফেব্রুয়ারি বিকালে দোহাজারীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামের আয়োজনে চট্টগ্রাম-১৪ আসনের সর্বস্তরের দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য জাফর ছাদেক।

মো. ইলিয়াছের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের মনোনীত প্রার্থী, চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদৎ হোসেন, উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীন, সিরাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, আবুল বশর ছিদ্দিকী, জমির আদনান, মাস্টার নুরুল হোসেন, মাস্টার নুরুল হুদা, কাজী ছাদেক পারভেজ, মো. সাইফুদ্দীন, মাওলানা আইয়ুব আলী, ডা. আবদুল জলিল, মাওলানা কামাল উদ্দীন, মো. নাছিরুল্লাহ, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা ছাত্র শিবির সভাপতি আসিফুল্লাহ মো. আরমান প্রমুখ।

উপস্থিত ছিলেন জামায়াত নেতা যথাক্রমে- জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, হেলাল উদ্দীন, জয়নাল আবেদীন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video