ঢাকা , মঙ্গলবার, ২০২৫ সেপ্টেম্বর ০৯, ২৫ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হলো সচল পাইপ গান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৫:০৬ অপরাহ্ন
#

চট্টগ্রাম চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর কাছ থেকে একটি দেশীয় তৈরি সচল পাইপ গান উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গতকাল গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী “পাবনা এক্সপ্রেস” নামক বাসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজন যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম পাগলির বিল এলাকার সোনা আলীর ছেলে মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও একই এলাকার মৃত আবুল কালামের ছেলে আব্দুল আজিজ মুন্না (২২)। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিজিসি ট্রাস্টের সামনে চেক পোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video