ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ১০ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ২৮২ জন করোনায় আক্রান্ত, মোট ৯৪০৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ জুলাই ০৩, ০৯:৩৫ পূর্বাহ্ন
#
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮২ জন নগর ও ১০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৯৪০৫ জন। শুক্রবার (৩ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৩৭ জন, সিভাসুতে ১৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৭০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫ জন, শেভরণ ল্যাবে ৯৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১৩২৩ টি। এর মধ্যে ৩৬০ টি বিআইটিআইডিতে, ১৪০ টি সিভাসুতে, ৪০৩ টি চমেকে, ১০৯ টি চবিতে, ১৪৬ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১৫৭ টি শেভরণ ল্যাবে এবং ৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১০০ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৩, আনোয়ারার ৫, চন্দনাইশের ৩, পটিয়ার ১২, বোয়ালখালীর ৯, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১৪, ফটিকছড়িতে ২, হাটহাজারীতে ১৫, মিরসরাইয়ের ১৩ ও সীতাকুণ্ডের ১৩ জন আছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১১৩১ জন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video