ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ১০ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ১৯২ জন করোনায় আক্রান্ত, মোট ১১৩৮৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ জুলাই ১১, ১১:৪১ পূর্বাহ্ন
#
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫৮ জন নগর ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১১৩৮৫ জন। শনিবার (১১ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে একজন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৫ জন, সিভাসুতে ১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯ জন, শেভরণ ল্যাবে ৫৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৯৯ টি। এর মধ্যে ২২৭ টি বিআইটিআইডিতে, ১২২ টি সিভাসুতে, ২৩৬ টি চমেকে, ১৪৬ টি চবিতে, ১৭৫ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১৭৫ টি শেভরণ ল্যাবে এবং ১৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে সাতকানিয়ার ১ জন, বাঁশখালীর ৩, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৫, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ১৩, মিরসরাইয়ের ৫ ও সীতাকুণ্ডের ৩ জন আছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৩১৮ জন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video