চট্টগ্রামের পটিয়ায় পাহাড় কাটার দায়ে তিনজনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ জানুয়ারি) উপজেলার হাইদগাঁও সাতগাউছিয়া দরবার এলাকায় বিকেল ৫টার দিকে পাহাড় কাটার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবণ কুমার বিশ্বাস এই তিনজনকে ১৫ দিনের করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, হাইদগাঁও ৬নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র আবুল কালাম (৬২), একই এলাকার আব্দুল আজিজের পুত্র মো. নুরুল করিম এবং ৪নং ওয়ার্ড এলাকার মৃত ছৈয়দ আলমের পুত্র মো. হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় কেটে বনের গাছ এবং মাটির গাড়ি পরিবহনের রাস্তা তৈরির অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ৬(৫) ধারায় এই শাস্তি দেওয়া হয়। জব্দ করা হয়েছে মাটি কাটার সরঞ্জামাদি। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিদর্শক মুহাম্মদ মঈনউদ্দীন ফয়সল।
এই বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবণ কুমার বিশ্বাস জানান, পাহাড় ও মাটি কাটা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন