ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ১০ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ঘাসফুল ঋণঝুঁকি তহবিল হতে মৃত্যু বীমাদাবী পরিশোধ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ Jun ২৯, ১০:৪২ অপরাহ্ন
#
ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম এর আবাসন ঋণ কার্যক্রমের আওতায় পটিয়া সদর শাখার (শাখা কোড -১৩) উপকারভোগী সদস্য পটিয়া হাইদগাঁও ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা দুলাল নন্দী ঘাসফুল হতে তিন দফায় মোট তিন লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। তিনি গত ২৯ মে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন । আজ ২৯ জুন ঘাসফুল ঋণঝুঁকি তহবিল হতে মৃত উপকারভোগী সদস্যের নমিনীদের মৃত্যু বীমাদাবী বাবদ ২,৫৯,০৭৫/- সঞ্চয় ফেরত প্রদান করা হয় ১৯,৫৪১/- টাকা। এছাড়া দাফন কাফন বাবদ প্রদান করা হয় ৫০০০/- টাকা। এসময় উপস্থিত ছিলেন ঘাসফুলের ডাইরেক্টর অপারেশন মোহাম্মদ ফরিদুর রহমান, সহকারী পরিচালক মোঃ শামসুল হক, রিজিওনাল ম্যানেজার সাইদুর রহমান খান, এরিয়া ম্যানেজার মোহাম্মদ ওসমান, শাখা ব্যবস্থাপক শাপলা দাশসহ শাখার কর্মকর্তাবৃন্দ।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video