ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

গীতিকার আজাদ শাহ’র জন্মদিনে রাঙ্গুনিয়ায় আয়োজিত ওরশ শরীফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৩:৪১ অপরাহ্ন
#

দরবারে আজিজিয়া রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি গীতিকার মুহাম্মদ আজাদ শাহ’র খোশরোজ (জন্মদিন) উপলক্ষে বিশ্ব আউলিয়ায়ে ক্বেরামগণের নামে ওরশ (ফাতেহা) শরীফের আয়োজন করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি জাকিরাবাদ নিজ বাড়িতে এ-উপলক্ষে খতমে কোরআন, খতমে শেফা, মিলাদ কিয়াম, কাওয়ালি গান ও মোনাজাত করা হয়। পরে মোনাজাতে অংশ নেওয়া সাধারণ মানুষের মাঝে তাবরুক বিতরণ করা হয়। প্রতি বছর জন্মদিন উপলক্ষে এই আয়োজন করে থাকেন। আজাদ শাহ একজন আধ্যাত্মিক গীতিকার। তার লেখা গান চট্টগ্রামের বিভিন্ন শিল্পীর কণ্ঠে ইতিমধ্যে প্রসিদ্ধ হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এসব আধ্যাত্মিক গান ও কবিতা লিখছেন। তার লিখিত আধ্যাত্মিক গানে কেড়ে নেয় মাইজভান্ডারী ত্বরিকতের ভক্তদের মন। তিনি নিজে দরবারে আজিজিয়ার একনিষ্ঠ একজন মুরিদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video