ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কেলিশহর-হাইদগাঁও অলনাইট ফুটবল টুর্নামেন্টের সূচনা

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৮, ০৩:৫৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়ায় অলনাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কেলিশহর-হাইদগাঁও আল-মাউন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো "অলনাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫" উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন হাইদগাঁও এ. জে. ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. মাইমুনুল ইসলাম মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদগাঁও উন্নয়ন ফোরামের সভাপতি ও পটিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেলিশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তছলিমা নূর, মিজানুর রহমান ইমন, মো. মোক্তার হোসেন, মো. ইমরান, মো. আরমান হোসেন, মো. হোসেন, মো. সিয়াম আহমেদ (সাকিব), মো. আবছার, জিসান, মতিন ও রাকিব।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে "বন্ধু মহল" বনাম "মহিউদ্দিন এফসি"।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি প্রয়োজনীয়তা। বক্তারা আরও বলেন, “আমরা খেলাধুলা থামাই বলেই বুড়ো হয়ে যাই, খেলাধুলা চালিয়ে গেলে শরীর সুস্থ থাকে।"

তারা আরও বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলার মধ্যে আনন্দ থাকা উচিত, নাহলে সেটি খেলা নয়, বরং জুয়া হয়ে যায়।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video