ঢাকা , বুধবার, ২০২৫ সেপ্টেম্বর ১০, ২৬ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে ভাল্লুকিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ০৪, ১২:৫৮ অপরাহ্ন
#

কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের দুর্গম ভাল্লুকিয়া এলাকায় গরীব ও অসহায়দের মধ্যে বিনা মূল্যে (মেডিক্যাল ক্যাম্পেইন) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

কাপ্তাই সেনা জোনের মেডিক্যাল অফিসার (আরএমও) ক্যাপ্টেন জামিল মোঃ আশিক রিয়াদ এর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম স্থানীয়  অসহায় ৮৬ জন অসুস্থ রোগীদের মধ্যে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করেন।

কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল,পিএসসি এর দিক নির্দেশনায় এসময় কাপ্তাই উপজেলার পাশাপাশি রাজস্থলী   উপজেলায় এই মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়।

এই সময় জোন কমান্ডার বলেন, কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে স্থানীয় গরীব ও অসহায়দের চিকিৎসা সেবা প্রদানে ভবিষ্যতে এই মেডিক্যাল ক্যাম্পেইন চলমান থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video