ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কাপ্তাই থানার অভিযানে বারঘোনিয়া ও লোহাগাড়া হতে আটক ২

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ২০২৪ নভেম্বর ২৫, ০১:৩৬ অপরাহ্ন
#

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা হতে কাপ্তাই থানায় এক বছরের সাজা প্রাপ্ত আসামী নুরুল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর বারঘোনিয়া গেইট এলাকা হতে  কাপ্তাই থানার মামলা নং-০১ তাং-০৬/১১/২৪ এর এজাহারনামীয় আসামী মোঃ জাবেদ হোসেন কে গ্রেফতার করা হয়েছে।

পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি মো: মাসুদ।

ওসি আরোও জানান, সোমবার (২৫ নভেম্বর)  ভোর ৫ টা ৩০ মিনিটে কাপ্তাই থানার এএসআই রবিউল আলম, এএসআই মনিরুল ইসলাম, এএসআই আলউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম জেলার লোহাগাড়া  উপজেলা এলাকা হতে ১ (এক) বছরের সাজা প্রাপ্ত আসামী নুরুল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক একটি অভিযানে গতকাল রবিবার (২৪ নভেম্বর)  ৫ টা ৪০ মিনিটে থানার এসআই ফরহাদ এবং  সঙ্গীয় ফোর্স সহ কাপ্তাই থানার মামলা নং-০১ তাং-০৬/১১/২৪ এর এজাহারনামীয় আসামী মোঃ জাবেদ হোসেন প্রকাশ জাবেদ কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানান  গ্রেফতার পূর্বক  আসামীদ্বয়কে সোমবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video