ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে বন্ধন ক্লাবের নাইট ক্রিকেট টুর্নামেন্টের জমকালো সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৬:৫৭ অপরাহ্ন
#

কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহার ঐতিহ্যবাহী বন্ধন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো সিজন-৩ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। গতকাল (তারিখ উল্লেখিত নয়) আয়োজিত এই ফাইনাল ম্যাচে খেলাধুলার উচ্ছ্বাসে মুখরিত হয় স্থানীয় এলাকা।

ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম মামুন মিয়া। উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমান।

প্রধান অতিথি এস.এম মামুন মিয়া বলেন, "কর্ণফুলীর মানুষ অনেক দিন ধরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। দেশের লুটেরারা সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের এই মাটিতে আর কোনো স্থান নেই। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাদক ও লুটেরামুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার শপথ নিতে হবে।"

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু তৈয়ব কন্ট্রাক্টর। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইদ্রিস আমেরী, যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি তৈয়বুল আলম আঙ্গুর, বন্ধন ক্লাবের সভাপতি দেলোয়ার ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ মির্জাসহ আরও অনেকে।

মাঠে শতাধিক দর্শকের উপস্থিতিতে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু বিনোদনের জন্য নয়; এটি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার পাশাপাশি একটি সুস্থ সমাজ গড়ার প্রচেষ্টা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video