ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

এস আর স্পেশাল সার্ভিস কাউন্টার প্রতিহতের দাবিতে বাঁশখালীতে বিক্ষোভ

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ২৮, ০৩:১১ অপরাহ্ন
#

বাঁশখালীতে এস আর স্পেশাল সার্ভিস কাউন্টার বসানোর চেষ্টা প্রতিহতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাঁশখালী-আনোয়ারা বাস মালিক ও বাস শ্রমিক সংগঠন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌরসভার মিয়ার বাজার থেকে উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে থানা গেইটে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভকারীরা বলেন, বাঁশখালীতে এস আর স্পেশাল সার্ভিসের কোন ধরনের কাউন্টার বসাতে দেয়া হবেনা। এস আর স্পেশাল বাঁশখালী থেকে কোনো ধরনের যাত্রী উঠাতে পারবেনা, এস আর স্পেশাল সার্ভিস কাউন্টার বসানোর অপচেষ্টা করা হলে বাঁশখালী -আনোয়ারা বাস মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসময় তারা আরও বলেন, এস আর স্পেশাল সার্ভিস (মিনিবাস) এ সড়ক দিয়ে চলাচলের জন্যে বিভিন্ন শর্তাবলি উল্লেখসহ বিগত ৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে সম্পাদিত চুক্তিনামা সম্পাদন করা হয়েছে,সম্পাদিত ওই চুক্তিনামায় তাদের নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী নিয়ে ক্লোজ ডোরে বাঁশখালী -আনোয়ারা হয়ে পিএবি সড়কে চলাচল করার কথা থাকলেও শর্তাবলি উপেক্ষা করে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল বাঁশখালীতে এস আর স্পেশাল সার্ভিসের কাউন্টার দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এধরণের অপচেষ্টা কখনো সফল হতে দেবেনা বলে সাফ জানিয়ে দেন মালিক ও শ্রমিক সংগঠন। এছাড়াও বাঁশখালীর যাত্রীদের যাতায়াতের জন্যে বাঁশখালীর মালিকানাধীন পর্যাপ্ত বাস গাড়ি থাকলেও এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল জোরপূর্বক এস আর স্পেশাল সার্ভিসের কাউন্টার বসানোর পাঁয়তারা চালাচ্ছে, যাহা বাঁশখালীর শতাধিক বাস মালিক ও কয়েক সহস্রাধিক শ্রমিক পরিবারের পেটে লাথি মারার শামিল। এধরণের আক্রমণাত্মক ও অনৈতিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে বাঁশখালীতে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে এই সংক্রান্ত বৈঠক করে দীর্ঘ আলোচনা করেন বাস মালিক ও শ্রমিক নেতারা। আলোচনাকালে এসংক্রান্তে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের এক সাথে বসে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়ে উত্তেজিত বাস মালিক ও শ্রমিকদের সান্ত্বনা দেন অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বাস মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দীন, সেক্রেটারি নুরুল ইসলাম, অর্থ সম্পাদক নুরুল হক কোম্পানি, শ্রমিক ইউনিয়ন সভাপতি আমির হোসেন সাদু, সাধারণ সম্পাদক জাবেদুল হক (জাবেদ), সাবেক সভাপতি জয়নাল আবেদীন, মালিক সমিতি সদস্য মোঃ আমির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এহসান উল্লাহ টিটু, পিএবি শ্রমিক ইউনিয়ন আনোয়ারা সেক্রেটারি মোহাম্মদ রফিক, শ্রমিক নেতা আহমদ কবির মোজাহেরসহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা বিক্ষোভে অংশ গ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video