ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ঋতুপর্ণা চাকমার উদ্বোধনে জমকালো দোহাজারী গোল্ডকাপ টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০৩:০৯ অপরাহ্ন
#

দোহাজারী পৌরসভা খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত ‘দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় লাভ করেছে পটিয়া কোলাগাঁও মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। 

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু নদীর তীরবর্তী মাঠে অনুষ্ঠিত খেলায় মোহাম্মদ নগর ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্রকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার আনিস। 

এর আগে বিকেল ৪টায় বেলুন উড়িয়ে দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশীর উদ্দিন খান মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির উদ্দীন বাবলু, শাহ আলম, সাবেক খেলোয়াড় আসকর খান বাবু, শওকত খান সাকু এবং দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির সদস্যরা। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video