ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাউজানে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ১২:৩৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় রাউজান প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা গাজী জয়নাল আবেদীন যুবায়ের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. জুলফিকার ওসমান সিআইপি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের এম. জাহাঙ্গীর নেওয়াজ এবং দৈনিক প্রথম আলোর এস.এম. ইউসুফ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভোরের কাগজের রমজান আলী, যীশু সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের কামাল উদ্দিন, আমাদের সময়ের হাবিবুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আমার সংবাদের লোকমান আনসারী, সময়ের আলোর আমির হামজা, বাংলাদেশ পোস্টের সাজ্জাদ হোসেন, আজকের পত্রিকার আরফাত হোসেন, সকালের সময়ের আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত এবং সোহেল রানা প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video