আনোয়ারা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং ইসলামী ছাত্রশিবির আনোয়ারা শহর শাখার আয়োজনে কুরআন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। আনোয়ারা সরকারি কলেজের তিনশত শিক্ষার্থীর হাতে কুরআন বিতরণ করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে আনোয়ারা সরকারি কলেজ অডিটোরিয়ামে এই কুরআন বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির আনোয়ারা শহর শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমি চট্টগ্রাম অঞ্চল পরিচালক প্রফেসর মো. নুরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের উপাধ্যক্ষ রিদওয়ানুল ইসলাম, আহসান হাবিব, মো. হাবিবুল্লাহ, এডভোকেট কায়সার, ছাত্রশিবির আনোয়ারা সরকারি কলেজের সাবেক সভাপতি মো. শাহেদ, সেক্রেটারি মো. আব্দুস ছবুর, সাবেক ছাত্র নেতা প্রকৌশলী মো. মঈনুল হক, ছাত্রশিবির আনোয়ারা শহর শাখার বাইতুল মাল সম্পাদক সাকিবুল হাসান, কলেজ ছাত্রশিবির সভাপতি হাফেজ মো. মামুন, কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, কলেজ ছাত্রশিবির সেক্রেটারি মিশকাতুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন