ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৬:২৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চাতরী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের কৈনপুরা-পেস্কারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮), মো. নুরু উদ্দিন (৩২), পটিয়ার আব্দুর রহিম (৩০) এবং বরগুনা জেলার মো. নয়ন (২২)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে সিএনজিযোগে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি কালো হাইয়েস নিয়ে পালিয়ে যায় আরও ১০-১২ জন। গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার এবং হাতুড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, "ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video