ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম দশ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে এক জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার বিকেলে নগরীর আগ্রাবাদ ব্যাঙ্ক কলোনি এলাকায় এ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি নওশাদ হোসাইন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। 
আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মইনুদ্দিন চিশতী, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, অনিন্দ্য বৈদ্য সানি, অফিস সেক্রেটারি আহমেদ আলী খান, সাংগঠনিক সম্পাদক শাওন আরাফাত ও অনিক বড়ুয়া, প্রচার সম্পাদক রুবেল দাশ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তৌসিফ দোভাষ, সদস্য মুশতাশিন রাশিদ ও জাফরুল বাপ্পু।
এই সময় বক্তারা বলেন, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার এর নেতারা মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে আজ আপনাদের কাছে ভোট চাইতে এসেছেন। ৩০ তারিখ আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।
 
					
 
																		 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
মন্তব্য করুন