ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী সাইফুল হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় উত্তাল বিক্ষোভ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ২৮, ০৪:২৭ অপরাহ্ন
#

চট্টগ্রামে ইসকনের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড ও মসজিদের হামলা'র প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুর দুটার দিকে উপজেলার রাজানগর রানীরহাট ফাজিল মাদ্রাসা গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রানীরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রানীরহাট যাত্রী ছাউনির সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশ ইসলামপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতা মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী'র সভাপতিত্বে ও আতাহার ইবনে আলী রাকিবের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ওয়াকিল আহমদ তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও উপজেলা বিএনপি নেতা জাহেদুল আলম চৌধুরী, রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের সভাপতি সংগঠক দিদারুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র জনতার দায়িত্বশীল জমির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা জমির উদ্দিন ইমন, বৈষম্য বিরোধী ছাত্র সংঘের আহবায়ক ওমর ফারুক, আজিজুল হক, মাওলানা ইয়াছিন আরাফাত, ইসলামপুর স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম, ছাত্রনেতা মুহাম্মদ ইকবাল, নুর নবী, আবু তাহের, ইমরান রেজভী প্রমুখ।

সমাবেশে বক্তারা ইসকনকে উগ্রবাদী জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বলেন, তারা চক্রান্ত করছে বাংলাদেশকে ফিলিস্তিনের মতো পরিনত করার জন্য। আমাদেরকে কালেমা'কে বুকে ধারণ করে সর্বোচ্চ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু ইসকন নয়, আরো নতুন নতুন সংগঠনের উদ্ভব হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ইসকন কোত্থেকে উদ্ভব হয়েছে তার মুলহুতাকে ধরে জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার করে দেখান। আমাদের দেশের এক সম্পদ আইনজীবী সাইফুলকে হত্যা করে উগ্রবাদী ইসকন জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করছে। বাংলাদেশের মুসলিম জনতা তা হতে দেবে না। তারা আমাদের অন্তরকে আঘাত করেছে। আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ঘরে বসে থাকতে পারিনা।

সরকার যদি আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video