ঢাকা , সোমবার, ২০২৫ মে ১৯, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
#

আন্তর্জাতিক

ইসরোর ১০১তম অভিযান ব্যর্থ, মহাকাশেই ধ্বংস করা হলো রকেট

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১৮, ০৪:৪৬ অপরাহ্ন
#

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে। ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) মহাকাশে পাঠাতে গিয়ে মাঝপথেই বাধার সম্মুখীন হয় ইসরো। যান্ত্রিক গোলযোগের কারণে রকেট থেকে উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। খবর দিয়েছে এএনআই।

রোববার (১৮ মে) স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬১ রকেট ইওএস-০৯ স্যাটেলাইট নিয়ে যাত্রা করে। শুরুতে উৎক্ষেপণ সফল হলেও তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে পুরো অভিযান বাতিল করে দেন ইসরোর কর্মকর্তারা।

মিশনের ব্যর্থতার পর রকেটটি মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়।

ইসরোর প্রধান ভি নারায়ণান সরাসরি সম্প্রচারিত মিশনের মধ্যেই ব্যর্থতার বিষয়টি স্বীকার করেন। পরে ইসরোর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “আজ ছিল আমাদের ১০১তম অভিযান। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিকভাবে চলেছে। তবে তৃতীয় ধাপে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে মিশনটি সম্পন্ন করা সম্ভব হয়নি।”

সংবাদমাধ্যমটির তথ্যমতে, ইওএস-০৯ উপগ্রহটির ওজন ছিল ১ হাজার কেজি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video