ইসরোর ১০১তম অভিযান ব্যর্থ, মহাকাশেই ধ্বংস করা হলো রকেট

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১৮, ০৪:৪৬ অপরাহ্ন

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে। ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) মহাকাশে পাঠাতে গিয়ে মাঝপথেই বাধার সম্মুখীন হয় ইসরো। যান্ত্রিক গোলযোগের কারণে রকেট থেকে উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। খবর দিয়েছে এএনআই।

রোববার (১৮ মে) স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬১ রকেট ইওএস-০৯ স্যাটেলাইট নিয়ে যাত্রা করে। শুরুতে উৎক্ষেপণ সফল হলেও তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে পুরো অভিযান বাতিল করে দেন ইসরোর কর্মকর্তারা।

মিশনের ব্যর্থতার পর রকেটটি মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়।

ইসরোর প্রধান ভি নারায়ণান সরাসরি সম্প্রচারিত মিশনের মধ্যেই ব্যর্থতার বিষয়টি স্বীকার করেন। পরে ইসরোর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “আজ ছিল আমাদের ১০১তম অভিযান। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিকভাবে চলেছে। তবে তৃতীয় ধাপে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে মিশনটি সম্পন্ন করা সম্ভব হয়নি।”

সংবাদমাধ্যমটির তথ্যমতে, ইওএস-০৯ উপগ্রহটির ওজন ছিল ১ হাজার কেজি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework