ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় হাসপাতাল ও স্কুল আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০৩:১৩ অপরাহ্ন
#

গাজায় হাসপাতাল, স্কুল এবং তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ২৩ ডিসেম্বর তার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আল-মাওয়াসি এলাকায় কয়েকটি শরণার্থী শিবিরে আগুন ধরে যায় এবং এই হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হন। একদিনে নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। ইসরায়েলি হামলার ১৪ মাসে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, রবিবারের ইসরায়েলি বিমান হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা এখনও ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video