ঢাকা , শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

করোনা

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৬০০ জন, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ১৭, ০৯:২১ পূর্বাহ্ন
#
ফাইল ছবি।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

 

এদিন মারা গেছেন ৫ জন। এর মধ্যে ২ জন উপজেলার এবং ৩ জন নগরের বাসিন্দা।

 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ১হাজার ৯৫৭ টি। নতুন আক্রান্তদের মধ্যে ৪৪৭ জন নগর এলাকার এবং ১৫৩ জন উপজেলা এলাকার বাসিন্দা। 

 

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ সীতাকুন্ড উপজেলায়, আক্রান্ত ৩০ জন। এছাড়া রাউজানে ২৮ জন, মিরসরাইয়ে ২১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video