ঢাকা , শুক্রবার, ২০২৪ এপ্রিল ২৬, ১৩ বৈশাখ ১৪৩১
#

বিজ্ঞান ও প্রযুক্তি

উড়োজাহাজ এর মত এবার প্রথম উড়বে বাইক (ভিডিও)

উড়োজাহাজ এর মত এবার প্রথম উড়বে বাইক (ভিডিও)
প্রকাশিত : শনিবার, ২০২২ মার্চ ১৯, ১০:৫০ পূর্বাহ্ন
#

বাইকের প্রতি টান নেই এমন মানুষ নেই বললেই চলে। ছেলে হোক বা মেয়ে, বয়স কম বা বেশি–সবারই বাইকের প্রতি একটা অন্যরকম ভালোবাসা থাকে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিদেরও দেখা যায় বিলাসবহুল বাইকে ম্যাজিকের মতো সব স্টান্ট করতে। আবার উপহার হিসেবেও যে কারও মন খুশি করার জন্য যথেষ্ট এটি। এই তো কিছুদিন আগে বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা-ভিকি কৌশলের বিয়েতে বলিউডের আরেক সুপারস্টার হৃতিক রোশন বিলাসবহুল এক বাইক উপহার দিয়ে চমকে দিয়েছেন এই দম্পতিকে।

ভাবুন তো, সবার জল্পনা-কল্পনায় থাকা এই বাইক যদি আকাশে ওড়ে, কেমন হয় তাহলে! এমনই এক বিস্ময়কর, পৃথিবীর প্রথম উড়ন্ত বাইক নিয়ে এলো জাপানি কোম্পানি A.L.I টেকনোলজিস, যার নাম  XTurismo।এই যুগান্তকারী উদ্ভাবক কোম্পানিটি মূলত একটি ড্রোন কোম্পানি। এই হোভারবাইকগুলোতে একটি প্রচলিত ইঞ্জিন এবং ব্যাটারিচালিত মোটর রয়েছে, যার ফলে এটি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বা ৬২ মাইল বেগে ৪০ মিনিট আকাশে উড়ে বেড়াতে পারে।

XTurismo-এর দাম প্রায় ৬৮২০০০ ডলার। কোম্পানিটি বলেছে, হোভারবাইকটি তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে প্রাথমিকভাবে ধনী গ্রাহকদের প্রয়োজন হবে৷ এক সিটবিশিষ্ট এই হাওয়াই জাহাজ ওজনে ৩০০ কেজি। মূলত একটি ড্রোনে যে ধরনের নিয়ন্ত্রণ কৌশল ব্যাবহার করা হয়, এটিতে তা ব্যবহার করা হয়েছে। আর সে জন্যই এটি এতটা সাবলীলভাবে শূন্যে ভেসে থাকতে পারে।

বর্তমানে জাপানের নির্দিষ্ট এলাকা ছাড়া এই হোভারবাইক ওড়ায় নিষেধাজ্ঞা রয়েছে। আপাতত ২০০টি হোভারবাইক নিয়ে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে কোম্পানিটি। তবে তারা চায়, জনসাধারণ একদিন তাদের দৈনন্দিন জীবনে ঘুরে বেড়ানোর জন্য এই বাইক ব্যবহার করুক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video