ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

আন্তর্জাতিক

হামাসের জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন ৮ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০৪:৫২ অপরাহ্ন
#

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আটজন জিম্মি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হামাসের প্রকাশিত তালিকা অনুযায়ী, এদের মধ্যে তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাইল্যান্ডের নাগরিক।

ইসরায়েলি নাগরিকদের মধ্যে অন্যতম হলেন আলোচিত আরবেল ইয়াহুদ। এছাড়া, সামরিক বাহিনীর নারী পর্যবেক্ষক আগাম বারগার এবং ৮০ বছর বয়সী গাদি মোসেসের নামও তালিকায় রয়েছে।

তৃতীয় ধাপে ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ৩০ জন নারী ও শিশু। এমনকি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েকজন ফিলিস্তিনির মুক্তির সম্ভাবনাও রয়েছে।

থাই সরকার জানিয়েছে, গাজায় তাদের ছয়জন নাগরিক বন্দি রয়েছেন, যাদের মধ্যে দু’জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় ১৯ জানুয়ারি। প্রথম দুই ধাপে ২৯০ ফিলিস্তিনির বিনিময়ে সাতজন ইসরায়েলি নারী মুক্তি পান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video