ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার আভাস দিলেন জো বাইডেন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
#
মঙ্গলবার কলোরাডোর বোল্ডার শহরের সুপার শপে হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। অবিলম্বে অস্ত্র আইনে সংস্থারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত হামলা বন্ধেও মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক করা সন্দেহভাজন হামলাকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। ২১ বছর বয়সী ওই যুবক তার জীবনের পুরোটাই যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কয়েক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুটি ভয়াবহ বন্দুক হামলার পর অস্ত্র আইন কঠোর করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।বোল্ডার পুলিশ প্রধান ম্যারিস হেরোল্ড বলেন, সন্দেহভাজন হামলাকারীর নাম আহমেদ আলিছা। তার বয়স ২১। দশটি হত্যাকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিগগিরই তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডার শহরের একটি সুপার শপে বন্দুকধারীর অতর্কিত হামলায় পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টার চেষ্টায় আহত অবস্থায় হামলাকারীকে আটক করা হয়।
সূত্র বিসিসি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video