ঢাকা , শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ৫ মাঘ ১৪৩১
#

আন্তর্জাতিক

ব্রাজিলে সেতু ধসে ১০ জনের মৃত্যু, ৭ জন এখনও নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ০৫:০৮ অপরাহ্ন
#

ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি সেতু ধসে পড়ার ঘটনায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ব্রাজিল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার টোকান্টিন্স ও মারানহাও রাজ্যকে সংযোগকারী জুসেলিনো কুবিৎসচেক ডি অলিভেইরা সেতুটি ধসে পড়ে, যার ফলে যানবাহন এবং যাত্রীরা পানির নিচে ডুবে যায়। ব্রাজিলের নৌবাহিনী ওই এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছিল এবং বৃহস্পতিবার তারা দুর্ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে একটি মৃতদেহ উদ্ধার করে, আর শুক্রবার টোকান্টিন্স নদীতে দ্বিতীয় মৃতদেহ পাওয়া যায়।

এ পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছে এবং ৭ জন এখনও নিখোঁজ রয়েছে। নৌবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা মৃতদের সংখ্যা ৮ এবং নিখোঁজদের সংখ্যা ৯ হালনাগাদ করেছে। সেতু ধসের পর ৭০ জন উদ্ধারকারী প্রায় এক সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছে। ডুবুরিরা ৩০ মিটার গভীরতায় অনুসন্ধান করতে হাইপারব্যারিক চেম্বার ব্যবহার করেছেন।

ব্রাজিল সরকার সতর্ক করে বলেছিল যে দুর্ঘটনার ফলে টোকান্টিন্স নদীতে সালফিউরিক অ্যাসিড বহনকারী দুটি ট্রাক পড়ে যাওয়ার কারণে নদীর পানি দূষিত হতে পারে। আরেকটি ট্রাক কীটনাশক বহন করছিল। তবে, তিনটি ট্রাকের ট্যাঙ্কই ধসের পর অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

জুসেলিনো কুবিৎসচেক সেতুটি ১৯৬০ সালে তৈরি করা হয়েছিল এবং এটি প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) লম্বা ছিল। কর্মকর্তারা সেতু ধসের কারণ অনুসন্ধান করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video