ঢাকা , মঙ্গলবার, ২০২৫ সেপ্টেম্বর ০৯, ২৫ ভাদ্র ১৪৩২
#

আন্তর্জাতিক

ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য: ভারতে একদিন মুসলিমরা হবে সংখ্যাগরিষ্ঠ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ০১:১৯ অপরাহ্ন
#

পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা সিটি করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন, ভারতে একদিন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে। একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, "শিগগিরই আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।"

ভিডিওতে ফিরহাদ হাকিম উল্লেখ করেন, মুসলিমরা এমন একটি সম্প্রদায় থেকে এসেছে, যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার ৩৩ শতাংশ এবং ভারতের মোট জনসংখ্যার ১৭ শতাংশ। তবে তাদেরকে ভারতে সংখ্যালঘু হিসেবে পরিচয় দেওয়া হয়, অথচ তারা নিজেদের সংখ্যালঘু মনে করেন না। তিনি আরো বলেন, "আমরা বিশ্বাস করি, যদি আল্লাহর রহমত থাকে এবং শিক্ষা আমাদের সাথে থাকে, তাহলে একদিন আমরা সংখ্যাগরিষ্ঠ হব।"

ফিরহাদ হাকিমের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতারা কলকাতার মেয়রের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেয়া এবং বিপজ্জনক এজেন্ডা প্রচার’ করার অভিযোগ এনেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video