ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ০২:৫২ অপরাহ্ন
#

পাকিস্তানের বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে প্রায় ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, এবং এই বৈঠকে কূটনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

এদিকে, তালিবানের প্রধান কূটনীতিক জানান, কাবুল ইসলামাবাদের সাথে ইতিবাচক সম্পর্ক চায়। তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম এক্স’-এ লিখেছেন, “আমরা ব্যাপক আলোচনা করেছি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে এবং এই অঞ্চলের শান্তি ও প্রগতির জন্য একত্রে কাজ করতে সম্মত হয়েছি।”

তবে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসী আক্রমণের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল। শতাধিক পাকিস্তানি সামরিক ও বেসামরিক ব্যক্তির মৃত্যুর পর সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে, তবে এই বৈঠকটি নতুন আশার জন্ম দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video