ঢাকা , বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ১৮, ৫ বৈশাখ ১৪৩১
#

আন্তর্জাতিক

ধর্ষণ ১১ মিনিট স্থায়ী হওয়ায় ধর্ষকের সাজা কমাল আদালত


প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ১১, ০২:৩২ অপরাহ্ন
#

সুইজারল্যান্ডে একটি ধর্ষণ মামলায় শাস্তি মওকুফের ঘটনায় দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সুইস ইনফো এর সূত্রে জানা যায়, সোমবার দেশটির একটি আদালত একজন ধর্ষণের আসামির সাজা কমিয়ে দেয়। কারণ হিসেবে বলা হয় ধর্ষণ 'মাত্র' ১১ মিনিট স্থায়ী হয়েছিল এবং নির্যাতনের শিকার নারী বেশি আহত হননি!

আদালতের এই রায়ের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির মানুষ। রায়ের প্রতিবাদে বাসেল শহরের রাস্তায় নেমে আসেন অনেক নাগরিক।

ধর্ষণের শিকার নারীর বয়স গোপন করা হয়েছে রিপোর্টে। ৩৩ বছর বয়সী পর্তুগালের একজন নাগরিক এবং তার ১৭ বছর বয়সী এক বন্ধু মিলে ওই নারীকে ধর্ষণ করেন। সুইজারল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের এক শহরের একটি এপার্টমেন্ট এ ঘটেছে এই ঘটনা।

গত বছরের ফেব্রুয়ারিতে এই অপরাধ সংঘটিত হয়। দুই ধর্ষকের মধ্যে বয়স্কজনের সাজা হয় একই বছরের আগস্টে। কিশোর অপরাধীর মামলা এখনো নিষ্পত্তি হয়নি।

সর্বশেষ আদালতের আদেশে ধর্ষকের সাজা ৫১ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করা হয়। কিছু সূত্রে বলা হয়েছে সাজা হ্রাসের পর মাত্র ১.৫ বছর জেল থেকে মুক্তি পাবে ধর্ষক।

যে বিচারক এই বিতর্কিত রায় দিয়েছেন তার নাম লিসেলত্তে হেঞ্জ। তিনি দাবি করেন, নির্যাতনের শিকার নারী নিজেই 'আমন্ত্রণমূলক সংকেত' দেওয়ার মাধ্যমে 'আগুন নিয়ে খেলেছেন'। ধর্ষণের আগেরদিন ওই নারীর নৈশ ক্লাবে আরেকজনের সাথে অন্তরঙ্গ একটি ভিডিও পাওয়া যায়। এর উপর ভিত্তি করে এই বিচারক বলেন, সংঘটিত ধর্ষণে ধর্ষকের অপরাধ 'মধ্যম' মানের!

প্রতিবাদকারীরা সুইজারল্যান্ডের আপিল আদালতের সামনে সমবেত হয়েছেন। রায়ের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

এদিকে এই রায়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটার ও ফেসবুকে এই রায়ের সমালোচনা করে লিখেছেন অনেকে। চাঞ্চল্যকর সংবাদটি শেয়ারও হয়েছে অনেকবার। টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, '১১ মিনিটের ধর্ষণ ধর্ষিতার কাছে ১৬ ঘণ্টার সমান মনে হয় এবং এর মানসিক প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রয়ে যায়।'

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video