ডি-৮ সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে চিফ অ্যাডভাইজার জিওবির এক পোস্টে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন উভয় নেতা।
অধ্যাপক ইউনূস ও শাহবাজ শরীফ সার্কের কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়েও একমত হন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেশকিছু বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।
অধ্যাপক ড. ইউনূস জানান, বাংলাদেশের সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ২০২৬ সালের মাঝামাঝি সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। তিনি আরও উল্লেখ করেন, সংস্কারের বিষয়ে সংলাপের জন্য একটি কমিশন কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন তিনি।
মন্তব্য করুন