সংযুক্ত আরব আমিরাতের টাঙ্গাইল জেলার একমাত্র সামাজিক সংগঠন, টাঙ্গাইল জেলা প্রবাসী কল্যাণ সমিতির বাৎসরিক পুনর্মিলনী ২০২৫ গত ২৬ জানুয়ারি রবিবার দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে। দিনভর নানা রকমের খেলাধুলা, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ সম্মাননা, ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের লেবার কাউন্সিলার আবদু সালাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের ইফতেখার রনি এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি দুবাই এর সিনিয়র সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াকুব সৈনিক, বিশিষ্ট কমিউনিটি নেতা মাহে আলম, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্মা আল কোয়া ইন প্রধান উপদেষ্টা মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজহার, সমাজ কল্যাণ সম্পাদক সানোয়ার হোসেন, আজীবন সদস্য ডা. সাইমা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সহিদুল হক খান, ইঞ্জিনিয়ার মুসাররফ হোসেন, মোহাম্মদ রফিক, বাংলাদেশ সমিতি শারজাহ এর অর্থসম্পাদক মোঃ করিমুল্লাহ, এবং আরও অনেক।
অনুষ্ঠানের এক্সকিউটিভ মেম্বার শবনম আক্তার এর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেম্বার নাসরিন সুলতানা, আঁখি ইসলাম, রুনা লায়লা, নুসরাত জাহান লাবনী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ক্রিয়া পরিচালনা করেন সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল উহাব খান।
মন্তব্য করুন