ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো নেটজারিম করিডোর অতিক্রম করে গাজার উত্তরে নিজ নিজ বাড়িতে ফিরছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। সোমবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে ফিলিস্তিনিদের পায়ে হেঁটে আল-রশিদ স্ট্রিট পার হওয়ার এবং সকাল ৯টা থেকে যানবাহনে সালাহ আল-দিন স্ট্রিট অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, হামাস শুক্রবারের মধ্যে ইসরায়েলি বন্দী আরবেল ইয়েহুদ এবং আরও দু’জনকে মুক্তি দিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্তদের শর্ত সংক্রান্ত তথ্য প্রদানের ভিত্তিতে ইসরায়েল গাজার উত্তরে ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে।
এই ঘটনাটি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন