ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় সন্তানদের বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২৯, ০৫:২০ অপরাহ্ন
#

অস্ট্রেলিয়ায় সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তারা উভয়ই খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন।

শনিবার (২৮ ডিসেম্বর) পার্থের নিকটবর্তী ওয়ালপোল সমুদ্র সৈকতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাদের সহপাঠী এবং প্রবাসী বাংলাদেশি শাফায়েত হোসেন।

শহিদুল হাসান স্বপন কার্টিন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। তারা পরিবারের সঙ্গে বড়দিনের ছুটিতে ওয়ালপোল পশ্চিম শহরের সমুদ্র সৈকতে গিয়েছিলেন। তাদের দুই মেয়ে সমুদ্রের ভাটার টানে পানিতে তলিয়ে যেতে শুরু করলে সন্তানদের বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন তারা। সন্তানদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তারা নিজেরা পানির স্রোতে ভেসে যান। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

তাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানার্স, এবং খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এটি তাদের প্রাক্তন সহপাঠী ও পরিচিতদের জন্য অপূরণীয় ক্ষতি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video