চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ই মার্চ)পুরানগড় এলাকায় গেলে স্থানীয়রা প্রতিবেদককে এই তথ্য জানান-
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন সংলগ্ন শঙ্খ নদীতে এঘটনা ঘটে।
নিহতরা হলেন কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিসবাহ (১০) তারা উভয়ই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। নিহতরা পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কালীনগর এলাকার প্রবাসী আবদুল মুনাফ ও ফাতেমা সুলতানা মুক্তা দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সহোদর ভাই খেলাধুলা শেষে গোসল করতে গিয়ে শঙ্খ নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার গর্তে পড়ে তাদের মৃত্যু হয়।
পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ফ.ম মাহবুবুল হক সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন শঙ্খনদী থেকে বালু খেকোরা বালু যেখান থেকে উত্তোলন করেন, ওখানে গর্ত হলে ওই গর্তে নামামাত্র তাদের জীবন ডুবে যায়।
মন্তব্য করুন