বালু খেকোদের গর্তে ডুবেই দুই সহোদরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ মার্চ ০৬, ০২:০৩ অপরাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ই মার্চ)পুরানগড় এলাকায় গেলে স্থানীয়রা  প্রতিবেদককে এই তথ্য জানান-

স্থানীয় সূত্রে জানা যায় সোমবার  (৪ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন সংলগ্ন শঙ্খ নদীতে এঘটনা ঘটে।

নিহতরা হলেন কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিসবাহ (১০) তারা উভয়ই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। নিহতরা পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কালীনগর এলাকার প্রবাসী আবদুল মুনাফ ও ফাতেমা সুলতানা মুক্তা দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সহোদর ভাই খেলাধুলা শেষে গোসল করতে গিয়ে শঙ্খ নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার গর্তে পড়ে তাদের মৃত্যু হয়।

পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ফ.ম মাহবুবুল হক সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন শঙ্খনদী থেকে বালু খেকোরা বালু যেখান থেকে উত্তোলন করেন, ওখানে গর্ত হলে ওই গর্তে নামামাত্র তাদের জীবন ডুবে যায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework