ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

আজকের চট্টগ্রাম

রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে এসে ইউপিডিএফ কর্মী নিপুন চাকমাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাঙামাটিতে গুলি করে ইউপিডিএফ কর্মীকে হত্যা


প্রকাশিত : রবিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৫, ১২:৩৬ অপরাহ্ন
#

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে নিপুন চাকমা ওরফে চোগা (৩৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন নিপুন চাকমা। রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে এসে ইউপিডিএফ কর্মী নিপুন চাকমাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিপুন চাকমা বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমা ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা জানান, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল (শনিবার) রাতে কনসার্টের অনুষ্ঠান চলাকালে রাত আনুমানিক দশটার দিকে একজনকে গুলি করে মারা হয়েছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমা জানান, শনিবার রাতে বাঘাইছড়ি বঙ্গলতলীতে আমাদের এক কর্মীকে গুলি করে হত্যার বিষয়টি শুনেছিলাম। নিহতের পরিচয় এবং কিভাবে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি এখনও নিশ্চিত হতে পারিনি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, শুনেছিলাম শনিবার রাতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউপিডিএফএর দলের সঙ্গে তাদের প্রতিপক্ষের সাথে গোলাগুলি হয়েছিল। ঘটনার রাতে এবং আজ (রোববার) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ খুঁজে পায়নি। তবে আমরা তদন্ত করছি।

তবে স্থানীয় একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনার পরই স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গুলিবিদ্ধ মরদেহটি নিয়ে রাখা হয়েছে। নিপুণ চাকমা ওরফে চোগা ইউপিডিএফের সামরিক শাখার ‘গুরুত্বপূর্ণ নেতা’ ছিলেন।

এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় গুলি করে ইউপিডিএফের চার নেতাকে হত্যা করা হয়। ওই সময় প্রতিপক্ষের গুলিতে মারা যান ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন ত্রিপুরা।

পানছড়ির চার খুনের দেড় মাসের মাথায় গত ২৪ জানুয়ারি জেলার মহালছড়ি উপজেলায় আরও দুজনকে হত্যা করা হয়। তখন মারা যান ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা ও শান্ত চাকমা ওরফে বিমল। ৪ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আরও দুজন খুন হলেন। নিহত হলেন ইউপিডিএফ সদস্য দীপায়ন চাকমা ও আশুক্য চাকমা ওরফে আশীষ (৪৫)।

সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি রাতে একই উপজেলায় ঘাতকের বুলেটে খুন হলেন ইউপিডিএফের আরেক কর্মী। এ নিয়ে তিন মাসের মধ্যেই পাহাড়ে ইউপিডিএফের ৯ নেতাকর্মী প্রাণ হারালেন প্রতিপক্ষের গুলিতে।

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video