বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। তিনি শুধু সঙ্গীতের মাধ্যমেই নয়, সমসাময়িক এবং রাজনৈতিক ইস্যুতেও নিজের মত প্রকাশ করে থাকেন।
এবার, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ১৮ ফেব্রুয়ারি ফেসবুকে পোস্ট করে আসিফ লিখেছেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।"
তার এই পোস্টের পরে কমেন্টবক্সে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার মতের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিরোধিতা করেছেন। কিছু নেটিজেন মন্তব্য করেছেন যে, স্থানীয় নির্বাচন হবে গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ভালো, অন্যরা মনে করছেন এটি সহিংসতার আশঙ্কা বাড়াবে।
বিএনপি অবশ্য দাবি করেছে, স্থানীয় নির্বাচন আগে হলে ফ্যাসিবাদের পথ প্রশস্ত হতে পারে এবং এর ফলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে।
আসিফ আকবরের এই মন্তব্য দেশজুড়ে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন