জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হয়েছেন। এবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
১৪ ডিসেম্বর শনিবার সকালে তাদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটে। কোয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি শেয়ার করে একটি পোস্টকার্ড প্রকাশ করেছেন, যেখানে তিনি লিখেছেন, "আমরা আশীর্বাদধন্য, আমাদের কন্যাকে পেয়ে।"
পোস্টটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভক্ত ও অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন। অভিনেতা-অভিনেত্রীসহ অনেকেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।
এর আগে, দুর্গাপূজার মহালয়ার দিন কোয়েল তার পরিবারের নতুন সদস্যের আগমনের খবর দিয়েছিলেন। ২০২০ সালের এপ্রিল মাসে কোয়েল প্রথম সন্তানের জন্ম দেন, পুত্রসন্তান কবীরের। তবে দ্বিতীয় সন্তানের আগমনের খবর খুবই ব্যক্তিগতভাবে রেখেছিলেন কোয়েল ও তার স্বামী, এবং সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট বা ছবি শেয়ার করেননি।
মন্তব্য করুন